1. admin@hvoice24.com : admin :
রবিবার, ১১ জুন ২০২৩, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক জনসভা-হবিগঞ্জ ভয়েস২৪ সিলেটের ঐতিহ্য ‘আসাম টাইপ বাড়ি’-হবিগঞ্জ ভয়েস২৪ জলাবদ্ধতা নিরসনই সিলেট সিটিতে বড় চ্যালেঞ্জ-হবিগঞ্জ ভয়েস২৪ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আজ,মহারণে বিশ্বকাপ জয়ী মার্টিনেজ না আলভারেজ-কে জিতবে? ছাত্রদলের কমিটিতে নেই চোখ হারানো সাইদুর,ক্ষোভ-‘আমার চোখটা ফেরত চাই’ নবীগঞ্জে ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের পাশে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন-হবিগঞ্জ ভয়েস২৪ মাধবপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আটক- হবিগঞ্জ ভয়েস২৪ সিলেটে নিহতদের পরিবার পেলো দুই লাখ,আহতরা ৫০ হাজার টাকা বাংলাদেশ পুলিশ থিয়েটারের নাটক ‘অচলায়তনের অপ্সরী’ মঞ্চায়ন হবিগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা,সভাপতি রিংগন,সাধারণ সম্পাদক জিল্লুর

অসুস্থ সুন্দর আলীকে বাঁচাতে এগিয়ে আসুন।

মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৬১৮ বার পঠিত

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু…’ বিখ্যাত একটি গান। এই গানের মাধ্যমেই মানুষের প্রতি মানুষের সাহায্যের কথা বলা হয়েছে।

দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছিলেন অসহায় হতদরিদ্র সুন্দর আলী (২৫) নামে এক যুবক। তিনি মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফতেহপুর এলাকার মরহুম বসু মিয়ার পুত্র।

মা, ছোট ভাই, স্ত্রী এমনকি ৪ বছরের একটি ছেলে ও ২ মাসের একটি মেয়েকে নিয়ে তার সংসার।

বিগত দীর্ঘদিন যাবৎ সে অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছিলেন ঠিক তখন শাহিন নামের এক ব্যক্তির মাধ্যমে “এসো ওদের পাশে দাঁড়াই” সংগঠনের প্রতিষ্টাতা শাহাদাত হোসেন তালুকদারের সাথে যোগাযোগ করেন তার পরিবার। যোগাযোগের পর অসহায় হতদরিদ্র সুন্দর আলীর চিকিৎসা করানোর দায়িত্ব নেন সংগঠনের প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন তালুকদার।

মঙ্গলবার ১৬ মে বিকেলে অসহায় হতদরিদ্র সুন্দর আলী কে চিকিৎসা করানোর জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তিনি।

এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা শাহাদাত হোসেন তালুকদার এর সাথে ছিলেন “এসো ওদের পাশে দাঁড়াই” সংগঠনের সদস্য সজল তালুকদার, সাংবাদিক সোহাগ মিয়া, হাসিবুর রহমান শান্ত, শাহরিয়ার আলম শাকিল, এবং মিসেস মিতু সহ প্রমূখ।

“এসো ওদের পাশে দাঁড়াই” সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব খাদেম খিরাজ আলী শাহ এর বক্তব্যের মধ্য দিয়ে সুন্দর আলীকে সিলেটে চিকিৎসার জন্য গাড়িতে উঠানো হয়।

উপদেষ্টা জনাব খাদেম খিরাজ আলী শাহ বলেন সুন্দর আলী আমাদের এলাকার গরীব একজন ছেলে। তাঁকে বাঁচাতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই সকলেই এগিয়ে এসে মানবতার হাত বাড়িয়ে দিয়ে সুন্দর আলীর সুন্দর জীবন ফিরিয়ে দিতে।

তাই আর্থিক সাহায্য-সহযোগীতা করতে প্রশাসন, জন-প্রতিনিধি ও বর্ণাঢ্য ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন তিনি।

আর্থিক সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ করুনঃ
মোবাইল নাম্বারঃ 01767914127
নামঃ সুন্দর আলী।
গ্রামঃ ফতেহপুর, শাহজীবাজার, মাধবপুর, হবিগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা