দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা আমার এমপি ডট কমের চেয়ারম্যান সুশান্ত দাস গুপ্ত’র বিরুদ্ধে মনগড়া ও অসত্য সংবাদ প্রকাশ ও প্রচারের অভিযোগে দায়ের করা আইসিটি মামলায় ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানার নির্দেশ দিয়েছেন সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবুল কাশেম।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দীর্ঘ শুনানী শেষে এই নির্দেশ প্রদান করেন ।
গ্রেপ্তারী পরোয়ানভুক্ত আসামিরা হলেন-হবিগঞ্জের চৌধুরীবাজার খোয়াই মুখ এলাকার আবু লেইছ মিয়ার পুত্র ফজলে রাব্বী রাসেল,নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মৃত ছামিরুজ্জামান চৌধুরীর পুত্র আনিসুজ্জামান চৌধুরী রতন,হবিগঞ্জ জেলার রিচি ইউনিয়নের হাড়িয়াকোনা গ্রামের মৃত মোছাদ্দর আলীর পুত্র সাইদুর রহমান,বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরি ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামের মৃত কিম্মত আলীর পুত্র মুহিবুর রহমান,হবিগঞ্জের নাতিরাবাদ এলাকার খায়ের উদ্দিন চৌধুরীর পুত্র মাইনুদ্দিন চৌধুরী সুমন ও হবিগঞ্জ শহরের টাউনহল এলাকার মো: আমির আলীর পুত্র জালিলুর রহমান বদরুল।
Leave a Reply