বানিয়াচং মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি (২০২৩-২৪ সেশন) অনাড়ম্ভর পরিবেশের মধ্য দিয়ে অভিষেক ও বীরশ্রেষ্ট মোস্তফা কামাল গণগন্থাগার উদ্বোধন হতে যাচ্ছে আগামী (২জুুুুলাই) রবিবার।
বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে ক্লাবের কার্যালয়ে বেলা ১১টায় এই অভিষেক এবং গণগ্রন্থাগার উদ্বোধন অনুষ্ঠিত হবে। মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শিব্বির আহমেদ আরজু’র সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ (বানিয়াচং আজমিরীগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।ইতমধ্যে অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণসহ সার্বিক কর্মকান্ড শেষ করেছেন ক্লাব কর্মকর্তারা।
বেলা ১১টায় শুরু হবে মূল অনুষ্ঠান। সভাপতির আসন গ্রহন করানো হবে ১১টা ১৫ মিনিটে। অতিথিদের আসন গ্রহন ১১টা ২৫ মিনিটে। পবিত্র কোরআন তেলাওয়াত ১১টা ৩০মিনিটে। তারপর বীরশ্রেষ্ট মোস্তফা কামাল গণগ্রন্থাগার উদ্বোধন হবে ১১টা ৩৫মিনিটে। স্বাগত বক্তব্য ১১টা ৪০মিনিটে। নবনির্বাচিত কমিটির সদস্যকে শপথ পাঠ করানো হবে ১১টা ৫৫মিনিটে। শুভেচ্ছা বক্তব্য ১২টায়।
নবনির্বাচিত সভাপতির বক্তব্য ১২টা ২০মিনিটে। বিশেষ অতিথির বক্তব্য ১২টা ২৫ মিনিটে শুরু। অনুষ্ঠান সভাপতির বক্তব্য ১টায় । প্রধান অতিথির বক্তব্য শুরু হবে ১টা ৫ মিনিটে। তারপর সুবিধামতো সময়ে বিগত কমিটির সভাপতি/সেক্রটারিকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। সব শেষে ক্লাবের সদস্যসহ আগত অতিথিদের নিয়ে মধ্যাহ্নভোজ শুরু হবে বেলা ২টায়।
Leave a Reply