বানিয়াচং উপজেলার দৈনিক সমকাল পএিকার প্রতিনিধি ও দৈনিক আমার হবিগঞ্জ পএিকার উপসম্পাদক বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক রায়হান উদ্দীন সুমনকে ‘আপনজন’ নামে সামাজিক সংগঠনের উপদেষ্টা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে বানিয়াচং মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দগন। প্রশংসায় ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
বানিয়াচং মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সাংবাদিক জীবন আহমেদ লিটন লিখেছেন সিনিয়র সাংবাদিক অভিনন্দন।
বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু ‘অভিনন্দন বড়ভাই’ বলে মতামত প্রকাশ করেন।
বানিয়াচং মডেল প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দাল মিয়া “লাল গোলাপ শুভেচ্ছা” লিখে অভিনন্দন জানান।
জানা যায়, ‘হাতে রেখে হাত, করি মানবতার কাজ’ এই শ্লোগান ধারণ করে বানিয়াচংয়ে যুবসমাজের উদ্যোগে আপনজন নামে একটি সামাজিক সংগঠন আত্নপ্রকাশ করেছে।
এলাকায় বসবাসকারী ৬৮ জন যুবক ও প্রবাসী ১০ জন যুবক মিলে এ সংগঠন দাঁড় করিয়েছেন। গঠনকালে সবাই সদস্য হয়েছেন।
বিশিষ্ট সাংবাদিক রায়হান উদ্দিন সুমনকে তারা সংগঠনের উপদেষ্টা হিসেবে রেখেছেন। একমাসের মধ্যে উপদেষ্টাদের নিয়ে সদস্যবৃন্দ সংগঠনের কমিটি গঠন করবেন বলে জানা যায়।
Leave a Reply