আমার গ্রাম
মহিউদ্দিন আহমেদ রিপন
হবিগঞ্জ জেলা লাখাই উপজেলার সুন্দর একটি গ্রাম
করাব ইউনিয়নের অন্তর্ভুক্ত সিংহগ্রাম তার নাম।
বহুকাল আগে সিংহ নামে ছিল দুই ভাইয়ের প্রথম বসতি।
সেই সিংহ নাম থেকে সিংহ গ্রাম গ্রামের নামের উৎপত্তি,
পূর্ব পশ্চিমে লম্বা গ্রামটির দৈর্ঘ্য এক কিলোমিটার।
জনসংখ্যার দিক দিয়ে প্রায় দশ হাজার লোকের বসতি।
ইতিহাস ঐতিহ্য ও সৌহার্দ সম্প্রীতির আমার গ্রাম,
এই আদর্শ গ্রামটিতে কিছুই নাই কমতি।
গ্রাম খানীর দক্ষিণ দিকে বিশাল ফসলের মাঠ,
উত্তর দিকে আছে মানিক বনদ ও সুতাং নদী।
স্বাস্থ্য ক্লিনিক স্কুল, মাদ্রাসা, মসজিদ মন্দির ঈদগাহ সহ আছে অনেক কিছু পিচ ঢালাই রাস্তা আছে, উকিল বাড়ি গেইট আছে।
আমার গ্রামের মানুষ পরিশ্রমী ও সাহসী
গোয়াল ভরা গরু, গুলা ভরা ধান, পুকুর ভরা মাছ, সান বাঁধানো ঘাট আছে।
চারদিকে সবুজে ঘেরা পাখির কলতান।
মিলেমিশে সবাই থাকি ভেদাভেদ নাই হিন্দু মুসলমান,
ঋতুর সাথে তাল মিলিয়ে নতুন রূপে সাজে।
সকল গ্রামের সেরা গ্রাম আমার গ্রাম খানি।
আমার গ্রামে আছে অনেক জ্ঞানী গুণী জন।
সবাই মিলে করে যাচ্ছে আমার গ্রামের উন্নয়ন।
সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব, লাখাই উপজেলা শাখা
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাখাই সাহিত্য পরিষদ।
Leave a Reply