চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ ৫ লাভ করে চমক দেখিয়েছেন মেধাবী শিক্ষার্থী মোঃ আজহার উদ্দীন। সে কীর্তি নারায়ন কলেজের শিক্ষার্থী।
result
মেধাবী শিক্ষার্থী হয়েও মোঃ আজহার উদ্দীন প্রথমে পড়ালেখায় অমনোযোগী ছিলেন। পরে তার পরিবার এবং কলেজের শিক্ষক ও শিক্ষিকাদের তত্বাবধানে নিয়মিত পড়ালেখা করে সে ওই কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
আজহার উদ্দীন জানান, পড়ালেখার পেছনে বাবা-মা ও শিক্ষক/শিক্ষকার প্রেরণায় এগিয়ে যাচ্ছেন। ভবিষৎতে আরো ভাল ফলাফল করতে সে সবার দোয়া কামনা করেছেন।
আজহার উদ্দীন নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড়বাকৈর ইউনিয়নের রামপুর কাটাখালি গ্রামের আওয়ামীলীগ নেতা মোঃ ইসলাম উদ্দিন’র ভাতিজা, ব্যবসায়ি মোঃ জসীমউদ্দিন ও ফাতেমা বেগমের একমাত্র ছেলে।
এ ব্যাপারে কীর্তি নারায়ন কলেজের শিক্ষক ও শিক্ষিকাগন বলেন, আজহার উদ্দীন একজন মেধাবী শিক্ষার্থী। প্রথমে কিছুটা অমনোযোগী হলেও পরে সে পড়ালেখায় খুবই মনযোগী হয়েছিল। আমরা মেধাবী শিক্ষার্থীদের হারাতে চাইনা। ভবিষৎতে সে ভাল একটি জায়গায় অবস্থান করবে। আমরা তার মঙ্গল কামনা করি।
Leave a Reply