২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের “হবিগঞ্জ ভয়েস টোয়েন্টিফোর পরিবারের” পক্ষ থেকে অভিনন্দন।
অভিনন্দন বার্তাঃ যেসব শিক্ষার্থী বন্ধুরা ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এ পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দিয়ে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষা জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। তারা একাডেমিক জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য অভিভাবক, শিক্ষক ও শ্রদ্ধেয়জনদের উপদেশ মতো নিয়মানুবর্তিতার মধ্যে থেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আগামীতে আরও সাফল্য বয়ে আনবে-এটাই প্রত্যাশিত। সব শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর যাঁরা এবার কৃতকার্য হতে পারেনি তাঁদেরকে হতাশ হলে চলবে না। তাঁরা আরো বেশী বেশী পড়ালেখা করে আগামী বছর কৃতকার্য হতে পারবে বলে আশা করছি।
হবিগঞ্জ ভয়েস টোয়েন্টিফোর
সকল শিক্ষাবোর্ডের এইচএসসির পাশের হার ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা
•ঢাকা– পাশের হার- ৮৭.৮৩% জিপিএ৫- ৬২,৪২১ জন
•চট্টগ্রাম– পাশের হার- ৭৬.৭৬% জিপিএ৫–১২,৬৭০ জন
•রাজশাহী– পাশের হার- ৮১.৫৯% জিপিএ৫- ২১,৮৫৫ জন
•বরিশাল– পাশের হার- ৮৬.৯৫% জিপিএ৫- ৭,৩৮৬ জন
•সিলেট– পাশের হার- ৮১.৪০% জিপিএ৫- ৪,৮৭১ জন
•যশোর– পাশের হার- ৮৩.৯৫% জিপিএ৫- ১৮,৭০৩ জন
•কুমিল্লা– পাশের হার- ৯০.০৭% জিপিএ৫- ১,৯৯৯১ জন
• ময়মনসিংহ– পাশের হার- ৮০.৩২%জিপিএ৫- ৫,০২৮ জন
• কারিগরি- পাশের হার- ৯৪.৪১%
Leave a Reply