এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ফারহানা আক্তার (মমি)।
সে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে নবীগঞ্জ উপজেলার কীর্তি নারায়ন কলেজের মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর আগে একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার বড় বোন ফারজানা আক্তার (রিমি) জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়ে সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে।
result
নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড়বাকৈর ইউনিয়নের কামড়াখাইর গ্রামের সাদেক আলী মাজু (কীর্তি নারায়ন কলেজের গভর্নিং বডির সদস্য) ও স্কুল শিক্ষিকা খাদিজা বেগমের ২য় মেয়ে।
ফারহানা আক্তার (মমি) তার এ সাফল্যের জন্য সব শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি তার আত্মীয়স্বজনসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে, যাতে ভবিষ্যতে এ সফলতা অব্যাহত রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে।
Leave a Reply