মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর স্কুল মাঠে রবিবার ১৬ জুলাই বিকেল ০৪ ঘটিকার দিকে ভাই ব্রাদার্স কর্তৃক আয়োজিত মানিকপুর প্রিমিয়ার লীগ (MPL) ২০২৩ ফুটবল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় শামীম একাদশ বনাম আরিফ একাদশ অংশগ্রহন করেছিল। এবং ৪-৩ গোলে শামীম একাদশ কে পরাজিত করে ফাইনাল বিজয়ী হয় আরিফ একাদশ।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করেন বাংলাদেশ ছাত্রলীগ বাঘাসুরা ইউনিয়ন শাখার সভাপতি জনাব ওবায়দুল আজমী তালুকদার রাহুল।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ ৪নং ওয়ার্ডের সভাপতি রাকিব, সহ-সভাপতি আব্দুর রহিম, হিলাল উদ্দিন তালুকদার স্মৃতি কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক মিটুন চন্দ্র বিশ্বাস, টমটম শ্রমিকলীগ বাঘাসুরা ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি মীর মোঃ মর্তুজ আলী, মানিকপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী ফুল মিয়া সর্দার, মোঃ মলাই মিয়া, মোঃ খুর্শেদ মিয়া, মোঃ বিপ্লব মিয়া, মোঃ আব্দুর রউফ, ইমান আলী, আব্দুস সালাম সহ প্রমুখ।
এতে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে জন প্রতি (১) একটি মুরগ আর রানার্স আপ দল পেয়েছে জন প্রতি (১) একটি মুরগি।
এদিকে ভাই ব্রাদার্স কর্তৃক আয়োজিত মানিকপুর ফুটবল প্রিমিয়ার লীগ (MPL) উত্তেজনাকর এ ফাইনাল ম্যাচটি পরিচালনা করায় রেফারি মোঃ কামাল মিয়াকে সম্মাননা স্মারক ক্রেষ্ট দিয়েছেন আয়োজক কমিটি।
Leave a Reply