1. admin@hvoice24.com : admin :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:০৫ পূর্বাহ্ন

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৯৫ বার পঠিত

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মাধ্যমে ‘ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২’ উদযাপন করেছে হবিগঞ্জ জেলা পুলিশ।

এই দিনটি উপলক্ষে মঙ্গলবার (০৭ মার্চ) সকাল ৯টায় হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি’র নেতৃত্বে জেলা পুলিশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে জেলা পুলিশ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ-৩ আসন।

পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শতকণ্ঠে ৭ মার্চের ভাষন ও পরিস্কার পরিচ্ছনতা অভিযান ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা