পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। সকল বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে উপস্থিত বসন্ত। কাদের বকস্ মেমোরিয়াল কলেজ বসন্তের অপূর্ব সাজে যেমন সজ্জিত তেমনি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের অপূর্ব বর্ণিল সাজে মুখরিত হয়ে উঠেছে সমগ্র ক্যাম্পাস।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) কাদের বকস্ মেমোরিয়াল কলেজ দিনাজপুরে শরীর চর্চা বিভাগের সার্বিক সহযোগিতায় শিক্ষক জায়েদী পারভেজ অপূর্ব এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কাদের বকস্ মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ জিয়াউল হুদা, উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ কুদরত-ই খুদা প্রমূখ।
এ সময়, শিক্ষক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply