কীর্তিনারায়ন কলেজের প্রদর্শক জনাব ফাহিমা আক্তার’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬জুন) কীর্তিনারায়ন কলেজের মিলনায়তনে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব টিটু দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,কলেজের গভর্নিং বডির সদস্য জনাব গোপিকা রঞ্জন দাশ, প্রভাষক সাহিদা বেগম,ওয়াহিদা বিলকিস,হিরন মিয়া,এম.এ.কাদির বাবুল,সাবিত্রী রায়,রিম্পি রাণী দাশ,সংকর চন্দ্র দাশ,মো:শাহআলম মিয়াসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
কীর্তিনারায়ন কলেজের বিগত দিনগুলোর স্মৃতিচারণ করে বিদায়ী প্রদর্শক ফাহিমা আক্তার বলেন,কর্মজীবনে অনেকগুলো বছর পার করলাম। কীর্তিনারায়ন কলেজে শত স্মৃতি রয়েছে । দীর্ঘদিন শিক্ষকতায় আমার প্রাপ্তি আমার শিক্ষার্থীরাই। যখন কোথাও কোন দরকারে যাই তখন অনেকেই এগিয়ে এসে বলে আমি কীর্তি নারায়ন কলেজের। তখন বেশ ভালোই লাগে। আমি সবার জন্য দোয়া করি তারা যেন প্রত্যেকে ভালো অবস্থানে পৌছায় এবং ভালো মনের মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলে।
বক্তব্যকালে তিনি আরও বলেন, “মোর নাম এই বলে খ্যাত হোক , আমি তোমাদেরই লোক”।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ম্যাডামের কলেজে’র কর্মজীবনে নানা বিষয় স্মৃতিচারণ, অবদান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বক্তব্য তুলে ধরেন।
পরবর্তীতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন শুভেচ্ছা উপহার বিদায়ী প্রদর্শক জনাব ফাহিমা আক্তারের হাতে তুলে দেওয়া হয়।
Leave a Reply