ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সম্মানিত অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৭, কুমিল্লা ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন আইপি-০৭, কুমিল্লা পুলিশ সুপার জনাব আবু আহাম্মদ আল মামুন (অ্যাডিশনাল ডিআইজি পদে পদ্দোন্নতিপ্রাপ্ত)।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শীতার ফসল হিসেবে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সৃষ্টি। প্রযুক্তি নির্ভর ও শ্রমবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে শিল্পাঞ্চলে বিনিয়োগবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠালগ্ন থেকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৭, কুমিল্লা ইউনিটের আনুষ্ঠানিক যাত্রার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। কুমিল্লায় বাংলাদেশ পুলিশের এই বিশেষায়িত ইউনিটের প্রত্যেক সদস্য তাঁদের দক্ষতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে মালিক-শ্রমিক উভয় পক্ষের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে এই এলাকার তথা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সুধী সমাবেশে উপস্থিত বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে, অত্র শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে সমন্বিতভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আইপি-৭, কুমিল্লার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, বিজিবি’র সেক্টর কমান্ডার, জেলা প্রশাসক, কুমিল্লা; পুলিশ সুপার, কুমিল্লা জেলা, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার উর্ধ্বতন কর্মকর্তাগণ, কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক, বিসিক-এর সহকারী মহাব্যবস্থাপক, বিভিন্ন শিল্প-কারখানার মালিক-শ্রমিক প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধিগণসহ প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply