কিশোরগঞ্জের কুলিয়ারচরে চোরাইকৃত গরু বিক্রয়ের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে আমির খুন, হত্যার রহস্য উদঘাটন করলো পিবিআই কিশোরগঞ্জ; গ্রেফতার -১।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে চোরাইকৃত গরু বিক্রয়ের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে সহযোগী হাতে হত্যার শিকার হন ডিসিস্ট আমির হোসেন, হত্যার রহস্য উদঘাটন সহ ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতার করেছে পিবিআই কিশোরগঞ্জ জেলা।
ভিকটিম আমির হোসেন (৫৫) নিজ বাড়ী নরসিংদীতে থাকতো না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতো সে মাঝে মধ্যে বাড়ীতে আসতো। ইং-১২/১০/২০২১ তারিখে সকাল অনুমান ০৮.০০ ঘটিকা সময় সংবাদ পায় যে, তার স্বামী আমির হোসেন এর মৃত দেহ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন দঃ সালুয়া সাকিন্ষ জনৈক ফয়েজ উদ্দিনের কলা বাগানে পাওয়া যায়। উক্ত সংবাদের ভিত্তিতে ডিসিস্টের স্ত্রী তার আত্নীয় স্বজনসহ ঘটনাস্থলে গিয়ে লাশটি তার স্বামী বলে সনাক্ত করেন। উক্ত ঘটনায় ডিসিস্টের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে কুলিয়ারচর থানার মামলা নং-০৫, তারিখ-১২/১০/২০২১ খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড আইনে মামলা দায়ের করলে কুলিয়ারচর থানা মামলাটির তদন্ত শুরু করে। থানা পুলিশ মামলাটি ১২/১০/২০২১ খ্রিঃ হইতে ২৮/০১/২০২২ খ্রিঃ পর্যন্ত তদন্ত করে। পরবর্তীতে পুলিশ হেডঃ কোঃ ঢাকা এর নির্দেশক্রমে পিবিআই, কিশোরগঞ্জ গত ১০/০২/২০২২ খ্রিঃ মামলাটি গ্রহণ করে। পুলিশ সুপার পিবিআই, কিশোরগঞ্জ জেলা মহোদয়ের হাওলা মতে পিবিআই, কিশোরগঞ্জে কর্মরত এসআই(নিঃ) মোঃ সুমন মিয়া মামলাটির তদন্তভার গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করেন।
এক পর্যায়ে পুলিশ সুপার জনাব মোঃ শাহাদাত হোসেন, পিপিএম, পিবিআই, কিশোরগঞ্জ জেলা (ইউনিট ইনর্চাজ) মহোদয়ের তত্ত্বাবধান ও সার্বিক দিক-নির্দেশনায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা সহ পিবিআই, কিশোরগঞ্জে একটি চৌকস টীম জেলার কুলিয়ারচর থানাধীন আলীনগর এলাকা হইতে গত ইং ১৯/০৭/২০২২ তারিখ সন্ধ্যা অনুমান ০৭ .২০ ঘটিকার সময় সন্দিগ্ধ আসামী শফিক (৩৮), পিতা-গোলাপ মিয়া, সাং- আলীনগর, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ গ্রেফতার করে। গ্রেফতারের পর সন্দিগ্ধ আসামী শফিক (৩৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, আসামী শফিকসহ অপরাপর আসামীগন পূর্ব-পরিকল্পিতভাবে ভিকটিম আমির হোসেন (৫৫) কে হত্যা করেছে। অতঃপর গ্রেফতারকৃত আসামী শফিক (৩৮) কে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আসামী শফিক বিজ্ঞ আদালতে নিজকে জড়িয়ে ভিকটিম আমির হোসেন (৫৫) কে হত্যা করেছে মর্মে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।
তদন্তে উদঘাটিত তথ্যে জানা যায় যে, ভিকটিম আমির হোসেন, আসামী শফিক, নিজাম উদ্দিনসহ অপরাপর আসামীরা কুলিয়ারচর ও বেলাব (নরসিংদী) এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি চক্রে মূল হোতা। উপরোক্ত আসামীগনের নামে কুলিয়ারচর, বেলাব (নরসিংদী) সহ অন্যান্য থানায় একাধিক মামলা রয়েছে। ভিকটিম আমির হোসেন (৫৫), পিতা-মৃত আয়েছ আলী, সাং-ছলমা, থানা-বেলাব, জেলা- নরসিংদীসহ ৪/৫ জন মিলে বিভিন্ন এলাকা হতে প্রায় সময় গরু চুরি করে গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামী শফিক (৩৮), পিতা-গোলাপ মিয়া, সাং-আলীনগর, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ এর বাড়ীতে নিয়ে রাখে। শফিক উক্ত চুরি করা গরু নিজ বাড়ীতে রেখে বিক্রয় করতঃ সকলকে উক্ত টাকা ভাগ বাটোয়ারা করে দিতো। ঘটনার দিন ভিকটিমসহ অপরাপর আসামীরা ০১ টি গরু চুরি করে গ্রেফতারকৃত সন্দিগ্ধ আসামী শফিক (৩৮) এর বাড়ীতে নিয়ে যায়। চোরাইকৃত গরুটি অনুমান দাম ধরে শফিকের নিকট বিক্রয় পূর্বক উক্ত টাকার ভাগ বাটোয়ারা নিয়ে ভিকটিম আমির হোসেন, আসামী নিজাম উদ্দিন, শফিকসহ অপরাপর আসামীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ভিকটিম আমির হোসেন (৫৫)কে হত্যা করে লাশ গুম করার উদ্দেশে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন দঃ সালুয়া সাকিনস্থ জনৈক ফয়েজ উদ্দিনের কলা বাগানে ফেলে রেখে যার যার মত চলে যায়। তদন্তে উদঘাটিত উক্ত খুনের ঘটনার সাথে জড়িত অপর ০১ জন আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। মামলাটির তদন্ত অব্যাহত আছে।
Leave a Reply