1. admin@hvoice24.com : admin :
শনিবার, ১০ জুন ২০২৩, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ক্ষতিগ্রস্থ ১২ পরিবারের পাশে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশন-হবিগঞ্জ ভয়েস২৪ মাধবপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা আটক- হবিগঞ্জ ভয়েস২৪ সিলেটে নিহতদের পরিবার পেলো দুই লাখ,আহতরা ৫০ হাজার টাকা বাংলাদেশ পুলিশ থিয়েটারের নাটক ‘অচলায়তনের অপ্সরী’ মঞ্চায়ন হবিগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা,সভাপতি রিংগন,সাধারণ সম্পাদক জিল্লুর ভবন গুঁড়িয়ে দিলো এসিল্যান্ড, সুকান্ত’র স্বপ্ন নিমিষেই শেষ ডাঃ মহিউদ্দিন হাই স্কুলে’র পরীক্ষা স্থগিত-হবিগঞ্জ ভয়েস২৪ স্কলার্সহোম মেজরটিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরে দুই কারখানাকে দেড়লাখ টাকা জরিমানা হবিগঞ্জ জেলা প্রশাসকের সাথে বাপা নেতৃবৃন্দের সাক্ষাৎ

ক্লাসে অপমানিত হয়ে ইদুরের বিষ খেয়ে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৯ বার পঠিত

নরসিংদীর শিবপুরে স্কুলড্রেস না পরে আসায় শিক্ষকের অপমান ও মারধর সহ্য করতে না পেরে ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে প্রভা আক্তার (১৩) নামের এক শিক্ষার্থী। নিহত প্রভা আক্তার শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের জয়মঙ্গল গ্রামের প্রবাসী ভুট্টো মিয়ার মেয়ে। সে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে তাকে অপমান ও মারধরের ঘটনা ঘটে।

এই ঘটনায় যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তার নাম নার্গিস সুলতানা ওরফে কণিকা। তিনি গত ১০-১২ বছর ধরে বিদ্যালয়টিতে সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করছেন।

এদিকে ইঁদুরের ওষুধ কিনে খাওয়ার পরপরই প্রভা আক্তার নিজেই শিবপুর থানায় গিয়ে ডিউটি অফিসার এইচ আই জিয়াকে বলে, ‘ক্লাসে ম্যাডাম মেরেছে তাই ইঁদুর মারার ওষুধ কিনে খেয়েছি। ’ পরে সেখানেই সে নেতিয়ে পড়লে থানা পুলিশ ঘটনাটি স্কুল কর্তৃপক্ষকে জানায়। পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকরা তাকে থানা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নরসিংদী সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়টির শিক্ষক ও নিহত শিক্ষার্থীর সহপাঠীরা বলছে, ঘটনার দিন প্রভা বিদ্যালয়ে স্কুলড্রেসের সঙ্গে ট্রাউজার পরে এসেছিল। দুপুর ৩টার দিকে ওই ক্লাসে পড়াতে আসেন নার্গিস সুলতানা ওরফে কণিকা ম্যাডাম। এ সময় প্রভার ট্রাউজার পরে আসার বিষয়টি তার নজরে আসে। পরে তিনি প্রভাকে ক্লাসে দাঁড় করিয়ে বিভিন্নভাবে অপমান করেন। একপর্যায়ে ওকে বেত দিয়ে কয়েকটি আঘাত করেন এবং থাপ্পড় দেন। ক্লাসভর্তি ছেলে-মেয়ের সামনে এই অপমান সহ্য করতে পারেনি প্রভা। ওই সময়ই ক্লাস থেকে বেরিয়ে বিদ্যালয়ের বাইরে চলে যায় সে।

ডিউটি অফিসার এইচ আই জিয়া ওই শিক্ষার্থীর বরাত দিয়ে বলেন, ‘বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রভা শিবপুর বাজারের একটি দোকান থেকে ইঁদুর মারার ওষুধ কেনে। পরে এটি খেয়ে সে শিবপুর থানায় চলে আসে। এসে আমার কাছে বলে, ক্লাসে কণিকা ম্যাডাম মেরেছে তাই ইঁদুর মারার ওষুধ কিনে খেয়েছি। এর পরই সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে থানা থেকে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীরসহ একদল শিক্ষক তাকে থানা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ’

বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এ সময় তাকে অতিরিক্ত পানি পান করিয়ে বমি করানো হয়।

খবর পেয়ে প্রভার মা ও পরিবারের অন্য সদস্যরা হাসপাতালটিতে আসেন। অনেকটা সময় চেষ্টার পরেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে রেফার করা হয়। পরে ৬টার দিকে তাকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) লোপা চৌধুরী বলেন, ‘শিবপুর থেকে প্রভা নামের ওই স্কুলছাত্রীকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে ঘটনা জানানো হয়েছে এবং তার লাশ এই হাসপাতালেরই মর্গে পাঠানো হচ্ছে। ’

বিদ্যালয়টির প্রধান শিক্ষক নূর উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘নার্গিস সুলতানা কণিকা নামের ওই শিক্ষককে আগেও সতর্ক করা হয়েছিল ছাত্র-ছাত্রীদের মারধর না করার বিষয়ে। কিন্তু তিনি এর পরও সচেতন হননি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা