1. admin@hvoice24.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৩ অপরাহ্ন

খোয়াই ব্রিজে দীর্ঘ যানজট,রেলিংয়ের উপর দিয়ে পার

ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৪৭৭ বার পঠিত

হবিগঞ্জ শহরের খোয়াই নদীর বেইলি ব্রিজে দীর্ঘ সময় যানজট ও মানবজট লেগে চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৩জুন) বেলা ১১টা হতে সাড়ে ১২টা পর্যন্ত দীর্ঘ যানজটে পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। যানজটের কারণে ব্রিজের দুই কিনার দিয়ে পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়ে।

যানজট ও মানবজটের কারণে অনেককে রেলিংয়ের উপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ব্রিজ পার হতে দেখা যায়। ব্রিজের যানজটের কারণে শহরের মেইন রোডেও যানজট সৃষ্টি হতে দেখা যায়।

জানা যায়, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলার নামকরা সামাজিক বিচারক প্রয়াত ডা.সামছুল হক উমদা মিয়ার নামে বেইলি ব্রিজ নামকরণ করা হয়।

পথচারীরা উমদা মিয়া বেইলি ব্রিজে যানজট ও মানবজটের জন্য ট্রাফিক ব্যবস্থাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন।

তাদের মতে ঈদ মৌসুমকে সামনে রেখে যানবাহনকে শহরের ভেতর থেকে বাইপাস সড়কে ঘুরিয়ে দিয়ে কমান্ড্যান্ট মানিক চৌধুরী পাকা ব্রিজের উপর দিয়ে চলাচলে বাধ্য করতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা করা উচিত।

এব্যাপারে তারা, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা