বানিয়াচং উপজেলার সুজাতপুরে ১টি চাঞ্চল্যকর হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
জানা যায়,গত (২৪মার্চ) রাতে সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অন্তর্গত ইকরাম গ্রামে ভিকটিম বিষ্ণু সরকার (২০), পিতা-প্রাননাথ সরকার হত্যার ঘটনা ঘটে।
উক্ত ঘটনার সংবাদ পাওয়ার পর মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন, আসামী গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে অত্র জেলার পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি ঘটনার দিন ২৫ মার্চ শনিবার সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তিনি এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। তিনি উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
উল্লেখ্য যে, পুলিশ সুপার সরাসরি তত্ত্বাবধানে হত্যার সহিত জড়িত আসামীকে দ্রুত গ্রেফতার করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব অজয় চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা ও এলাকার গণ্যমান্য লোকজন।
Leave a Reply