১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম.এ রহিম (সি.আই.পি) ও যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসিমা রহিম এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
সকালে আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতীকী ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক র্যালি করা হয়।
পরে দুপুর ০১টায় আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজে আলোচনা সভা ও এতিম শিশুদের সাথে মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
এ সময় আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম.এ রহিম (সি.আই.পি) ও যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসিমা রহিম এতিম শিশুদের মাঝে পরম যত্নে খাবার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মখলিছুর রহমান ডিগ্রি কলেজের গভর্ণিংবডি আজীবন দাতা সদস্য মুজিবুর রহমান মুজিব ও সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
Leave a Reply