১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পক্ষ থেকে পুনাক সভানেত্রী মিসেস তাহেরা রহমান এর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজ সকাল ১১টায় হবিগঞ্জ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জ এর নেত্রীবৃন্দ ও সাধারণ সদস্যগণ পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে দুপুর ০১টায় পুলিশ নারী কল্যাণ সমিতি, হবিগঞ্জ এর উদ্যোগে ১০০ জন এতিম শিশুদের সাথে মধ্যাহ্নভোজ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
এ সময় হবিগঞ্জ পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়ের সহধর্মিণী মিসেস তাহেরা রহমান এতিম শিশুদের মাঝে পরম যত্নে খাবার তুলে দেন।
এসময় হবিগঞ্জ জেলার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর অন্যান্য নেত্রীবৃন্দ সহ উপস্থিত ছিলেন জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব তোয়াহা ইয়াছিন হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), হবিগঞ্জ সহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
Leave a Reply