হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।
বিভিন্ন অপরাধ নিবারণে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে আবারো ২য় বারের মতো তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হন।
ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন, চোরাই মালামাল উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার, জুয়া সহ অভিন্ন মানদন্ডের আলোকে রবিবার (১৫ জানুৃযারি ) দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যান সভায় হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলি তাকে এ সম্মাননা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ খলিলুর রহমান, সহকারি পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের, মাধবপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী,পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃপ্রসুন কান্তি দেব সহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন, আমি পুলিশ সুপার মহোদয়,সার্কেল এসপি মহোদয়ের দিক নির্দেশনায় পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছি। আমার সর্বোচ্চ সেবা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি মাত্র। সকলের প্রচেষ্টায় আমার এই অর্জন। আশা করি একটা সুন্দর সমাজ আগামী প্রজন্মকে উপহার দিতে পারব।
Leave a Reply