হবিগঞ্জ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি শাহ্ রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ সকল নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী (বর্তমান যুগ্ম আহ্বায়ক) তৌহিদ চৌধুরীর নেতৃত্বে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আনন্দ মিছিল করা হয়েছে।
গতকাল মঙ্গল বিকাল ৩ টায় শহের নতুন বাজার মোড় থেকে শুরু করে মিছিলটি নবীগঞ্জ শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের রাজা কমপ্লেক্সের সামনে এক পথসভায় মিলিত হয়। সভায় তৌহিদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা রবিন আহমেদ সেজুর পরিচালনায় নবগঠিত হবিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল নেতা, জুনু আহমেদ, জাকারিয়া আহমেদ, শামীম আহমেদ, হোসাইন আহমেদ জিহাদ, রুহেল আহমেদ, হাফিজুর রহমান প্রমুখ। এ সময় ১৩ টি ইউনিয়নের কয়েকশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন, পরে সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
Leave a Reply