1. admin@hvoice24.com : admin :
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন

ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে সাবিনা

সোহাগ মিয়া
  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩১৩ বার পঠিত

মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামে অবস্থিত ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসির ফলাফলে জিপিএ ৫ পেয়েছে মাত্র একজন।

গত শুক্রবার (২৮ জুলাই) অনলাইনে ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করেন ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবীর।

জানা যায়, এই বিদ্যালয়ের একমাত্র জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর নাম সাবিনা ইয়াসমিন। সে ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে।

সে মানিকপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান লাল মিয়ার বড় মেয়ে।

ফলাফলে দারুণ খুশি হওয়া সাবিনা ইয়াসমিনের স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসক হবে। মা-বাবা, বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতার কথা জানায় সাবিনা ইয়াসমিন।

এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের ১০১ জন ছাত্র ছাত্রী অংশ নেন। এরমধ্যে সাবিনা ইয়াসমিন একমাত্র মেয়ে শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

প্রধান শিক্ষক আরো নিশ্চিত করেন, বিজ্ঞান শাখায় ২৫জন, মানবিক শাখায় ৪৬জন, ব্যবসা শাখায় ২জন ছাত্র-ছাত্রী পাশ করেছে। এরমধ্যে বিজ্ঞান শাখায় সাবিনা ইয়াসমিন জিপিএ ৫ পেয়েছে। সে স্কুলের সুনাম ধরে রেখেছে এজন্য ধন্যবাদ ও জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা