মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড রামচন্দ্রপুর হাওর এলাকা থেকে সোমবার (১৫ মে) দিনগত রাত ১২টার দিকে উদ্ধার করা হয় দুইটি ঘোড়া।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১২ টার দিকে রামচন্দ্রপুর হাওর এলাকায় ডাকাতদলের অবস্থানের খবর পেয়ে বাঘাসুরা, রামচন্দ্রপুর, কালিকাপুর সহ কয়েকটি গ্রামের লোকজন ডাকাতদল কে ধাওয়া করে।
এসময় ডাকাতরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় দুইটি ঘোড়া ফেলে পালিয়ে যায়।
এলাকাবাসীরা জানান এ বিষয়ে মাধবপুর থানা পুলিশ কে অবগত করা হয়েছে এবং উদ্ধারকৃত ঘোড়া দুইটি বাঘাসুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার জনাব সামছুল আলম সাহেবের হেফাজতে রাখা হয়েছে।
Leave a Reply