“সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে” ড.মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার, সকালে সাভারে থানা রোডে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান ।
স্বাস্থ্য সচিব এসময় আরও যুক্ত করেন “সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে দেশের মানুষ যদি ডেঙ্গু প্রতিরোধে সচেতন না হয় আরও বেশী ভয়াবহ হবে ডেঙ্গু পরিস্থিতি। তবে স্বাস্থ্য বিভাগ থেকে দেশের মানুষকে সচেতনাসহ নানা পরামর্শ দিয়ে যাচ্ছে।”
পরিদর্শনকালে তিনি,যথা সময়ে সাভার গণপূর্ত বিভাগ বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট নির্মাণ করায় সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং একই সময়ে সেখানে নাগচাপা বৃক্ষ রোপণ করেন।
এসময় সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডাঃ.আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
Leave a Reply