বিশিষ্ট লেখক ও গবেষক,ইসলামী চিন্তাবিদ, গাউছিয়া কমিটি বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও মুখপাত্রআহলে সুন্নাত ওয়াল জামা’ আত বাংলাদেশ আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেছেন গাউছিয়া কমিটি বাংলাদেশ এর কর্মীরা করোনায় মৃতদের দাফন কাফন,অজ্ঞাত লাশের দাফন কাফন,যেকোন দূর্যোগে মৃতদের লাশ দাফন কাফন সহ নানান সেবামূলক কাজ করে যাচ্ছে,দাওয়াতে খায়র কর্মীরা শুদ্ধভাবে নামাজ শিক্ষা,পবিত্রতার নিয়মকানুন,মুর্দা ধৌতকরা,দাফন কাফন নিয়ম শিক্ষা সহ মুসলমানদের যাবতীয় শিক্ষা দিয়ে আসছে,তাছাড়া সেবামূলক কাজ করে সমাজকে সহায়তা করছে,শয়তানদের নানান ফেৎনা থেকে রক্ষা পেতে দাওয়াতে খায়র কাজ করে যাচ্ছে এবং আগামীতেও করে যাবে ইনশাআল্লাহ। তানি গতকাল শনিবার বাদ এশা গাউছিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারীর উদালিয়া ইউনিটের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী( সঃ) ওফাতাহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে সুন্নি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
গাউছিয়া কমিটি বাংলাদেশ উদালিয়া কমিটির সভাপতি মুহাম্মদ ইউছুফ এর সভাপতিত্বে সম্মেলন উদ্ভোধন করেন সাবেক অধ্যাপক মোজাফফর উদ্দিন আহমদ,প্রশ্নউত্তর দেন প্রখ্যাত আলেমেদীন মোনাজেরে আহলে সুন্নত হযরতুলহাজ্ব আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী,আলোচক ছিলেন ঢাকা গাউছুল আজম জামে মসজিদের খতিব আল্লামা মুহাম্মদ মোস্তফা রহিম আযহারী,বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশে হাটহাজারী উপজেলা পশ্চিম এর সভাপতি মুহাম্মদ হারুন সওদাগর,মাওলানা মুহাঃশফিকুল আলম চৌধুরী,
মাওলানা সৈয়দ মুহাঃইউছুফ জালাল,মাওলানা মুহাঃঅহিদুল আলম,মাওলানা মুহাঃলুৎফর রহমান চৌধুরী,মাওলানা মুহাঃরফিকুল আলম আলকাদেরী,মাওলানা মুহাঃশহীদুল্লাহ ফারুকী,মাওলানা মুহাঃপিয়ারুল ইসলাম কাদেরী।খতমে কোরআন পাঠ করেন সর্ব মাওলানা মুহাঃ ইউছুফ,মুহাম্মদ মাহাবুব আলম,হাফেজ মুহাম্মদ আব্দুল আজিজ,মুঃজাফর আলম,মুঃনজরুল মুহাঃআব্দু রহিম,মুহাঃআব্দুল খারেক,মুহাঃআব্দুল মান্নান মোনাফ,মুহাঃওসমান গণি,মুহাঃজসিম উদ্দিন,মুহাঃশহিদুল ইসলাম,মুহাঃনঈম উদ্দিন,কাজীুহাঃ মাহতাব উদ্দিন,ফিরোজ আহমদ,মুহাঃ সাকিব রেজা,মাওলানচ মুহাঃমাসুদ পারভেজ কাদেরী।
সম্মেলনের প্রথম পর্বে সকাল ৯ টায় মহিলাদের প্রয়োজনীয় মাসালা মাসায়েল সম্পর্কিত আলোচনা ও অজু মুর্দা ধৌত করা সহ যাবতীয় শিক্ষা দেয়া হয়েছে।
Leave a Reply