কাউন্সিলের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নবনির্বাচিত হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আউয়ালকে সংবর্ধনা প্রদান করেন হবিগঞ্জ জেলা বিএনপি।
রোববার (১৯মার্চ) হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সিনেমা হল রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আহমুদুর রহমান আবদাল এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান ফরিদ, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুসফিক আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক এমরান, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ও সভাপতি প্রার্থী শারফিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সহ সভাপতি মোঃ ফারুক আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ সালাউদ্দিন টিটু, জেলা যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাসবী সাঈদ চৌধুরী, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জেলা যুবদলের সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ নিয়াজ উদ্দিন হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সদর থানা কৃষক দলের আহবায়ক জামাল উদ্দিন, জেলা যুবদলের সহ ক্রীড়া সম্পাদক নিজাম উদ্দিন শামিম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষার, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোতাহের হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম শামিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ শ্রম বিষয়ক সম্পাদক বুরহান তালুকদার, জেলা যুবদল নেতা রাসেল মোল্লা, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুহিদুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তৃনমূল থেকে উঠে আসা কর্মীবান্দব নেতারা যদি দলে সঠিক মূল্যায়ন পায় তাইলে কর্মীদের মনোবল আরও বৃদ্ধি পায়, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কে উদ্দেশ্য করে বক্তারা বলেন দল যে গুরু দায়িত্ব দিয়েছে তা সততা ও নিষ্টার সাথে পালন করবে বলে আশা প্রকাশ করেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে হবিগঞ্জ পৌর বিএনপির কার্যক্রম আরো গতিশীল ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করবে বলে হবে প্রত্যাশা ব্যক্ত করেন জেলা বিএনপি’নেতৃবৃন্দ।
সুন্দর ও নিরপেক্ষ কাউন্সিল আয়োজন করায় সদ্য বিলুপ্ত পৌর বিএনপির বিএনপির আহ্বায়ক কমিটি ও দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানান তারা।
Leave a Reply