1. admin@hvoice24.com : admin :
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন

নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় কলেজ ছাত্র আহত

এম এ ওয়াহেদ
  • প্রকাশিত : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৬৯ বার পঠিত

নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মৌলভীবাজার সরকারি কলেজের মেধাবী ছাত্র শাহিন সরকার দুলাল আহত।

জানা -যায় শনিবার (০১ জুলাই) বিকাল ৪ টার দিকে নবীগঞ্জ উপজেলা কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মান্দার কান্দি গ্রামে উত্তর পাড়ায় টিউশনি শেষে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে আনিস মিয়ার বাড়ির সামনে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় । এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।

শাহীন সরকার দুলালের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নবীগঞ্জ থানার কর্মরত (ওসি) ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুলালের ওপর হামলার ঘটনা টি শুনেছি দুই পক্ষের লোকই আহত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি কোন পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায় নি। থানায় অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা