নবীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পাকা রাস্তা ঘাটের বড় বড় গর্ত হয়ে বৃষ্টির পানি জমে জন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ।
সরজমিনে দেখা যায়, নবীগঞ্জ মালিক টাওয়ার ফুলকলি থেকে গাজীর টেক পর্যন্ত ও গাজীর টেক থেকে ওসামানী রোডে কিছু কিছু জায়গায় বড় বড় গর্ত হয়ে জে,কে উচ্চ বিদ্যালয় চৌরাস্তা পর্যন্ত বড় বড় গর্তে পানি জমে থাকে। এসব পানি জমে থাকার কারনেই যান চলাচলে রাস্তার গর্ত দিন দিন বড়ো হতে যাচ্ছে। নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয় পয়েন্ট থেকে ওসমানী রোডে উপজেলা গেইট পর্যন্ত রাস্তা গর্ত হয়ে গন্ধা পয়েন্ট পর্যন্ত, এবং কলেজ রোডে হালিতলা বাজারের রাস্তার বেহাল অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। হালিতলা কলেজ রোড বাজারটি বড় গর্ত হয়ে মরন ফাঁদে পরিনত হয়েছে। যান চলাচলে ধুমড়ে মুচড়ে যায়, যান চলাচলের ফলে যাত্রীদের টাস টেক্কর খেয়ে আহত হয়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। হালিতলা বাজার থেকে নবীগঞ্জ ডিগ্রী কলেজ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা দেখা যাচ্ছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধবতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল ।
Leave a Reply