পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে লাঠি হাতে নিয়ে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।’
‘’খুন হয়েছে আমার ভাই,খুনি তোদের রক্ষা নাই,আমার ভাই কবরে,খুনি কেন বাহিরে,এ শ্লোগান নিয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে এ হত্যাকান্ডের তীব্র নিন্দা করে সরকারের পদত্যাগ চেয়েছে ছাত্রদল নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফে রাব্বানী টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী এর পরিচালনায় শহরে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘নুরে আলমসহ দেশে যতগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তার প্রতিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। আমরা পুলিশকে বলছি, পুলিশ তুমি গদি ছাড়ো, মুজিব কোট গায়ে পরো।’
তিনি আরো বলেন, ‘বিনা ভোটের প্রধানমন্ত্রী কয়েক দিন আগে বলেছিলেন, বিএনপির সভা-সমাবেশে বাধা দেয়া হবে না। কিন্তু ভোলায় বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। এতে স্পষ্ট প্রমাণ হয় যে ওনার কথা ও কাজে মিল নেই। আওয়ামী লীগ মুখে এক কথা বলে আর অন্তরে অন্য কিছু ধারণ করে।’
রুবেল বলেন, ‘অবিলম্বে স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম এবং ছাত্রদল নেতা নুরে আলমের হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় ছাত্রদল সাধারণ ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে এর জবাব দেবে।
এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি রায়েদ চৌধুরী রিংকু,যুগ্ন-সাধারন সম্পাদক মহিবুর রহমান শাওন, হাবিবুর রাহমান রিংকু, আলামিন হোসেন তালুকদার, ক্বারি মতিন, শাহ মুস্তাফিজুর রহমান রাসেল, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম উজ্জ্বল, তাহির আলম, সহ সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক শেখ স্বপন, ফাইজুল্লাহ সোহেল,অর্থ সম্পাদক দেওয়ান শাকিল চৌধুরী, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইলিয়াস আলী তালুকদার, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান রাকিব, যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, মুহিদুল ইসলাম, সদস্য মাহমুদুল হাসান গাজী,চুনারুঘাট উপজেলা ছাত্রদল এর আহবায়ক আরিফুল ইসলাম,লাখাই মুক্তিযোদ্ধা জিয়া ডিগ্রী কলেজ ছাত্রদল এর আহবায়ক সাকিব হাসান,পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক ইমন মিয়া ,, বৃন্দাবন কলেজ ছাত্রদল নেতা আযহারুল ইসলাম রক্সি,ফাহিম আহমেদ, ছাত্রদল নেতা, মিনহাজ আবেদিন, আসাদুজ্জামান চপল,মাহবুবুর রহমান শাহীন,রতন মাহফুজ,মেহেদী হাসান, লাদেন হাসান ,রিপন আহমেদ,মারুফ হোসেন রাফি , সামি, রকিব, আশিক আহমেদ সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Leave a Reply