ঢাকা জেলার স্বনামধন্য, সুদক্ষ ও সুযোগ্য পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম সাভার, আশুলিয়া ও ধামরাই থানার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার(২৫ জুলাই) সাভারের একটি কমিউনিটি সেন্টারে বিকাল ৫টায় এ অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে সংসদ সদস্য জনাব বেনজীর আহমেদ, সাবেক সংসদ সদস্য জনাব আব্দুল মালেক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) জনাব হুমায়ুন কবির, সাভার উপজেলা চেয়ারম্যান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবদুল্লাহিল কাফী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) জনাব শাহিদুল ইসলাম, সাভার পৌরসভা চেয়ারম্যান, ধামরাই পৌরসভার প্যানেল চেয়ারম্যান, আশুলিয়া থানা আওয়ামীলীগ সভাপতি, ট্যানারী এসোসিয়েশন এর সভাপতি, কমিউনিটি পুলিশ এর সভাপতি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তাগন তাদের বক্তব্যে বলেন, পুলিশ সুপার জনাব মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম বাংলাদেশ পুলিশের রোল মডেল। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব,মানবিকতা ও কর্মদক্ষতার যে অনন্য নজির মারুফ হোসেন সরদার স্হাপন করে গেলেন তা বিরল, ঢাকা জেলাবাসী এসপি মারুফ হোসেন সরদারকে আজীবন শ্রদ্ধা ও ভালবাসার আসনে রাখবে।
ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মারুফ হোসেন সরদার বলেন, সততা ও নিষ্ঠার জন্য আমাকে আপনারা অভিধিত করলেন, আসলে আমি বলব যেকোন পরিস্থিতিতে অনৈতিক কারনে প্রভাবিত না হয়ে স্বাভাবিক যেটা করা দরকার সেটাই আমি করেছি। গরীব, অসহায় ও নিপীড়িতদেরকে ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করেছি সর্বাগ্রে এটাই আমার পরিতৃপ্তির বড় জায়গা।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জনাব কাজী মাইনুল ইসলাম, পিপিএম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
Leave a Reply