1. admin@hvoice24.com : admin :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৮:১১ পূর্বাহ্ন

পালিত হচ্ছে এসএমপি’র-ট্রাফিক পক্ষ!

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৮৭ বার পঠিত

মেনে চলুন সকল আইন, হবে না দন্ড হবে না ফাইন। হাত ধোয়ার অভ্যাস করি, ঘরের বাইরে মাস্ক পরি, এ স্লোগান কে সামনে রেখে সিলেট মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ২৫ জুলাই হতে আগামী ০৮ আগষ্ট ২০২২খ্রিঃ তারিখ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক পক্ষ জুলাই/২০২২ পালিত হচ্ছে।’

জনাব ফয়সল মাহমুদ পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেটের নির্দেশনায় অদ্য ৪আগস্ট মহানগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ট্রাফিক বিষয়ে সচেতনতা এবং রাস্তায় হাটার নিয়ম সম্পর্কে ধারণা দেয়া হয় এবং ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হান্নান, প্রিন্সিপাল, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, জনাব আতাহারুল ইসলাম তালুকদার, এসি (ট্রাফিক), এসএমপি, সিলেট, জনাব আহমেদ নূর, এসি (ট্রাফিক), এসএমপি, সিলেট, জনাব ইফতেখার হোসাইন মাহমুদ ,টিআই, ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট ও উপস্থিত শিক্ষার্থীরা।

জনাব আতাহারুল ইসলাম তালুকদার, এসি (ট্রাফিক), এসএমপি, সিলেট তার বক্তব্যে বলেন সড়ক পরিবহন আইন/২০১৮ মানতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে উপস্থিত সকলকে অনুরোধ করেন। তিনি শিক্ষার্থীদের ফুটপাত থাকলে ফুটপাতে নতুবা রাস্তার ডানদিকে হাটার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।

মহানগরীর সম্মানিত নাগরিকদের ট্রাফিক পক্ষ জুলাই/২০২২খ্রিঃ সফল ও সার্থক করার জন্য আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা