পুলিশ নারী কল্যান সংস্থা (পুনাক) পেল নতুন নেতৃত্ব, নতুন সভানেত্রী। আজ বিকেলে সভানেত্রীর পদে আসীন হলেন ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। নব নিযুক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন-এর সহধর্মিনী তিনি।
আজ বিকেলে পুনাক অফিসে তিনি এক বিশেষ সভায় সভানেত্রীত্ব করেন। শুরুতেই তিনি তাঁর এই দায়িত্ব প্রাপ্তির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তিনি পুনাকের সকল সদস্যকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পুনাকের দৈনন্দিন কার্যক্রম এবং দূস্থ, মানবতার কল্যানে বিশেষ কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন নয়া সভানেত্রী। এজন্য সবাইকে নতুন উদ্যমে চলমান কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ করেন।
সভানেত্রী হযরত শাহ্ জালালের পূন্যভূমি সিলেট শহরে জন্মগ্রহন করেন। শৈশব থেকেই অত্যন্ত মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখেন। তিনি সিলেট মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী দুই ছেলে ও এক মেয়ে সন্তানের সুখি জননী।
পুনাকের সকল সদস্যের পক্ষ থেকে তাঁর প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।
Leave a Reply