গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট জনাব মোঃ মাহবুব আলী এমপি ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন হবিগঞ্জ জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
শুক্রবার (২৬মে) প্রতিমন্ত্রী ও বিচারপতি হবিগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
এ সময় মাননীয় প্রতিমন্ত্রী ও বিচারপতিকে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
বিচারপতি জাহাঙ্গীর হোসেন হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বৃক্ষরোপন অভিযানে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলা দায়রা জজ,জনাব মোঃ হাসানুল ইসলাম,জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান,সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শৈলেন চাকমা, ডিআইও-১, ডিএসবি জনাব মোঃ রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)জনাব মোঃ খলিলুর রহমান,হবিগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ,জনাব গোলাম মর্তুজা।
Leave a Reply