ফুটল ভালোবাসার ফুল,
কবি:রৌনকা আফরুজ সরকার
বড় দেরী করে
ফুটল ভালোবাসার ফুল,
প্রেম যেখানে মাঝখানে
বয়ে চলা নদীর দুই কূল।
নদীর দুই কূলেই
ভালোবাসা আছে সীমাহীন,
তবুও দূরত্ব অনেক
কাছে পাওয়া যায়না কোনদিন।
ছলছল নয়নে শুধু
একটুখানি চেয়ে থাকা,
শুধু অনুভবে ভালোবাসা
আর সবকিছু ফাকা।
ঝড় এলে, বৃষ্টি এলে,
ঢেউ এলে পাড় ভেংগে যায়,
দুই পাড়ের হয় না মিলন
পাওয়ার আশা বৃথাই।
নদীতে বান এলে
জল সাগরে মিশে,
কেউ জানেনা নদীর
দুই তীরের মিলন কিসে?
Leave a Reply