1. admin@hvoice24.com : admin :
শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০০ অপরাহ্ন

বর্ণিল সাঁজে বানিয়াচং মডেল প্রেসক্লাব, উৎসবের আমেজ

আবদুল মালেক
  • প্রকাশিত : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৫৮০ বার পঠিত

হবিগঞ্জ জেলার বানিয়াচং মডেল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ৫ জুন ২০২৩। উক্ত কমিটির অভিষেক হচ্ছে আগামীকাল রোববার ২রা জুলাই। যেহেতু স্বাধীনতার পর বানিয়াচং কোনো সাংবাদিক সংগঠনের অভিষেক এই প্রথম সেই কারনে ক্লাবের সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। ক্লাবের কার্যালয়ে  সাঁজানো হয়েছে বর্ণিল সাঁজে।

সকাল ১১ টায় গ্যানিংগঞ্জ বাজারস্থ ক্লাবের কার্যালয়ে মডেল প্রেসক্লাব পরিচালিত বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গণগ্রনন্থাগার শুভ উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করবেন প্রধান অতিথি হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজিমিরীগঞ্জ) আসনের সাংসদ ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।এরপরওই নবনির্বাচিত সাংবাদিকদের শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে অভিষেক সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা রাখার কথা রয়েছে যাদের তারা হলেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যানন মিজানুর রহমান খান, হায়দারুজ্জামান খান ধন মিয়া, মোঃ আনোয়ার হোসেন, ক্লাবের উপদেষ্টা গোলাম কিবরিয়া লিলু, মোত্তাকিন বিশ্বাস ও শেখ মোঃ শাহ নেওয়াজ ফুল মিয়াসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখবেন, ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি জীবন আহমেদ লিটন, গঠনতন্ত্র প্রনয়ন কমিটির আহŸায়ক ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, ক্লাবের নবনির্বাচিত সেক্রেটারী ও দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার প্রতিনিধি মোঃ আব্দাল মিয়া, সিনিয়র সহ-সভাপতি ও ডেইলি কান্ট্রি টুডের প্রতিনিধি প্রভাষক ইমতিয়াজ আহমেদ লিলু, সহসভাপতি মোঃ শামীম আহমদ চৌধুরী,প্রচার সম্পাদক ও হবিগঞ্জ ভয়েস২৪ সম্পাদক প্রভাষক এম এ কাদির বাবুলসহ অনেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সর্দার আজিমুল হক স্বপন ও পরিচালনা করবেন সদ্য বিদায়ী সেক্রেটারী দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি শিব্বির আহমদ আরজু। পরিচালনায় সহযোগীতা করবেন ক্লাবের অন্যতম সদস্য দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রতিনিধি ইমদাদুল হক মাসুম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা