জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে মোস্তফা কামাল পাশা বাবুল’র জন্মোৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ৩০ মে নগরীর অলংকার মোড় জামান হোটেল’র পার্টি হলে জেলা জাসাস সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশ্রাফ উল্যাহর উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য ও সন্দ্বীপ উপজেলা বিএনপির আহবায়ক এ্যাভোকেট আব তাহের, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, নাসিরুল কবির, মনির তালুকদার,
আজমত আলী বাহাদুর, আব্দুল ওহাব, কবির চেয়ারম্যান, গাজী মুহাম্মাদ হানিফ, আবু সুফিয়ান, আহম্মেদ পাশা সুজন, কবির মেম্বার, সফিকুল ইসলাম, তসলিম উদ্দিন, জহির উদ্দিন বাবর ভূইয়া, হারুনুর রশিদ হান্নান, শাকিল চৌধুরী, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক নাছরিন আক্তার লাকি, গণ অধিকার আন্দোলন পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলে উদ্দিন খান জুয়েল।
বক্তব্য রাখেন নাট্যকার ও পরিচালক আইয়ুব খান চৌধুরী, সৈয়দ নাসিম চৌধুরী, মেসকাত হোসেন চৌধুরী, ডাঃ মোহাম্মদ নাছির, মোঃ জসিম উদ্দিন বাবুল মোল্লা, নিজাম উদ্দিন সমির, শ্রমিক নেতা সিহাব, মাসুম বিল্লাহ, শ্রমিক নেতা খোকন, নজরুল ইসলাম, রেজাউল করিম, তাজুল ইসলাম, মহিলা দলের তাবাসসুম, রাজিয়া আশ্রাফ রাফি, খোরশেদ আলম, ফজলুল করিম, নুরনবী, আমিনুল ইসলাম চৌধুরী, নিজাম উদ্দিন নিহাদ, মো: মোশারফ হোসেন, কলিম উল্লাহ কলিম, সৌদি আরব বিএনপি নেতা কামাল উদ্দিন, সোবাহান, সিহাব, দিদার, যুব নেতা হাসান, ছাত্র নেতা মেহেদি, জনি, মিঠুসহ জেলা উপজেলা অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান সরকার বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও নিষ্পেষণ চালাচ্ছে। তারা এক দিকে গণতন্ত্র ও নির্বাচনের কথা বলে, অপর দিকে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে আটক রাখছে। প্রকৃতপক্ষে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশবাসী মনে করে, দেশের চলমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি বাধাগ্রস্ত করতেই বিরোধী দলের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, হামলা চালিয়ে, গ্রেফতার করে এবং মামলা দিয়ে দেশের চলমান রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করা যাবে না। সরকার ও পুলিশ কি করেছে তা দেশের জনগণ ও সারা বিশ্বের মানুষ দেখেছে। শেখ হাসিনার আত্মীয়-স্বজন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। সরকার জনগণের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিচ্ছে। জনগণকে জিম্মি করে রেখেছে, পুলিশ-গুন্ডা দিয়ে হামলা করছে, তবুও মানুষ দমে যাচ্ছে না। ‘এই সরকার ১৪-১৫ বছরের অবৈধ শাসনে একদিকে রাজনৈতিক কাঠামোকে বিনষ্ট করেছে, অপরদিকে অর্থনীতিকে ধ্বংস করেছে। সাধারণ মানুষের জীবনযাপনই এখন দুঃসহ হয়ে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অসহনীয় হয়ে উঠেছে। জ্বালানি তেলেরও মূল্য বৃদ্ধি করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির রোধ করুন এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন।পরে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি, উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা কামাল পাশা বাবুল’র জন্মোৎসব উদযাপন করা হয়। সাথে চট্টগ্রাম উওর জেলা জাসাস ঈদের শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে।
Leave a Reply