1. admin@hvoice24.com : admin :
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত-হবিগঞ্জ ভয়েস২৪

বানিয়াচং প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১০০ বার পঠিত

বানিয়াচং উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৫ আগষ্ট) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। সাড়ে ১০ টায় পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

সভাপতির বক্তব্যে ইউএনও পদ্মাসন সিংহ বলেন, শহীদ মুক্তিযোদ্ধা শেখ কামাল ছিলেন একজন দৃঢ়চেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মহান মুক্তিযোদ্ধে কর্ণেল আতাউল গণি ওসমানী ্এঁর সাথে সহযোগী হয়ে কাজ করেছেন। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে পিতাকে পাশে থেকে সহযোগীতা করেছেন শেখ কামাল। তার বিরুদ্ধে স্বাধীনতা বিরুধীরা গুজব রটিয়ে সমাজে হেয় করার অপচেষ্ঠায় লিপ্ত থেকে জনগণের মধ্যে বঙ্গবন্ধু পরিবারকে কুলশিত করতে মরিয়ে হয়ে উঠে। ওই স্বাধীনতা বিরুধী চক্রই ৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু, তার পুত্র ছোট্র রাসেলসহ পরিবারের সদস্যদের হত্যা করেছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ নাজমুল হাসান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা ক্রীড়া সংস্থার জয়েন্ট সেক্রেটারী মোঃ শাহিবুর রহমান, মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন প্রমুখ।

উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সিনিয়র নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহসভাপতি শামীম আহমদ চৌধুরী, সেক্রেটারী মোঃ আব্দাল মিয়া, নির্বাহী সদস্য মোঃ আব্দুল মালিক, বড়বাজার আদর্শ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক তাজ উদ্দিনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠান শেখে বিভিন্ন ফলদ বৃক্ষ রোপণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা