বানিয়াচংয়ে সড়কে দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন।
জানা যায়,শনিবার (২৫ মার্চ) ইফতারের পর হবিগঞ্জ থেকে খালার জানাজার নামাজ পড়ে সিএনজি অটোরিক্সাযোগে নিজবাড়ী বানিয়াচং ফেরার পথে পথেশুঁটকি ও রত্মা ব্রিজের মাঝামাঝি ভাটিপড়া এলাকায় একটি সিএনজি অটোরিক্সা ও একটি মাটি উত্তোলনের এক্সভেটোর-এর মুখোমুখি সংঘর্ষে নিহত হন। তারা হলেন ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ছিলাপাঞ্জা গ্রামের আব্দুল মঈন ও তাজউদ্দিন।
স্থানীয় লোকজন আব্দুল মঈন ও তাজউদ্দিনসহ দুর্ঘটনাকবলিতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মঈন ও তাজউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনার খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নবকুমার-এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়।
Leave a Reply