1. admin@hvoice24.com : admin :
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪২ পূর্বাহ্ন

বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ-হবিগঞ্জ ভয়েস২৪

বানিয়াচং প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩৮৩ বার পঠিত

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে বলেছেন, গাছ আমাদের অক্সিজেন, আলো, বাতাস, ফল দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে।

শনিবার (২৯ জুলাই) দুপুরে বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় বুরুজ পাড়া আশ্রয়ন প্রকল্পে শতাধিক ফলদ বৃক্ষরোপণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা মুলত তাদের লেখনির মাধ্যমে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখেন। কিন্ত মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা নিজ কর্মের পাশাপাশি দেশকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করছেন, এটা তাদের সৃষ্টিশীলতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

বৃৃক্ষরোপণের প্রাক্কালে মতবিনিময় সভায় মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আব্দাল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ক্লাবের উপদেষ্টা মোত্তাক্বিন বিশ্বাস,ক্লাবের সাবেক সেক্রেটারী শিব্বির আহমদ আরজু, আবুল কাশেম লন্ডনী প্রমুখ।

উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাবের সিনিয়র সদস্য রায়হান উদ্দিন সুমন, সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহসভাপতি শামীম আহমদ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী তানজিল হাসান সাগর, কোষাধ্যক্ষ শেখ মোঃ আলমগীর, নির্বাহী সদস্য খোরশেদ আলম, আব্দুল মালিক, ইউপি সদস্য মাহফুজুর রহমান মামুন, লেমন হোসেন, কৃষকলীগের সাবেক সেক্রেটারী মিজানুর রহমান মিজান, ইতালি প্রবাসী পারভেজ মিয়া, মোস্তাক মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা