1. admin@hvoice24.com : admin :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৯:৩১ অপরাহ্ন

বানিয়াচংয়ে ওএমএসের চাল বিক্রি উদ্বোধন করলেন ইফফাত আরা জামান ঊর্মি।

বানিয়াচং প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ বার পঠিত

বানিয়াচংয়ে খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) এর চাল বিক্রি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) সকাল ৯টায় ২টি কেন্দ্র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইফফাত আরা জামান ঊর্মি। কেন্দ্রগুলো হচ্ছে ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন ও ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন।

জনপ্রতি ৫কেজি করে চাল পাবেন ভোক্তারা। তন্মধ্যে টিসিবির কার্ডধারিগণ অগ্রাধিকার ভিত্তিতে মাসে ২ বার চাল নিতে পারবেন। এ কর্মসূচি ৩ মাস অব্যাহত থাকবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেন্দ্র খোলা থাকবে। শুক্র ও শনিবার ছাড়া বাকী দিনগুলো চাল দেয়া হবে। ডিলারগণ প্রতিদিন ২মে:টন চাল সরবরাহ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ খবির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, ওসিলিটিজ আশীষ কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, বানিয়াচং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, ডিলার সাইফুল আলম চনু ও আখতার হোসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা