শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ব্যানারে “মায়ের কোলে শিশুর শিক্ষার হয় শুরু, পথ দেখান জীবনের মহান সে শিক্ষাগুরু।” এই স্লোগানকে সামনে রেখে শাহজীবাজারে পালিত হল বিশ্ব শিক্ষক দিবস।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার দিকে শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক এস,এম, মহিউদ্দিন ইসহাক এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, সহকারি প্রধান শিক্ষক আবুল কাশেম বাবুল, ও সহকারি শিক্ষক শামসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক মোঃ কুতুব উদ্দিন চৌধুরী, এস,এম মহিউদ্দিন ইসহাক, শাহ আলম, মোঃ শফিউল আজম শামীম এবং অফিস সহকারি আখতার উজ্জামান চৌধুরী সহ বিভিন্ন ক্লাসের ছাত্র ছাত্রীরা।
এছাড়াও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও বিভিন্ন ক্লাসের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালীটি বিদ্যুৎ কেন্দ্রের ভিতর প্রদক্ষিণ করে একই স্হানে এসে শেষ হয়।
উল্লেখ্য, শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর।শিক্ষকদেরকে স্মরণ করা ও তাঁদেরকে সম্মান জানানোর জন্য ইউনেস্কো কতৃক ১৯৯৪ সাল থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী উদযাপন করা হয় বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে পালিত হয় এ দিবসটি।
Leave a Reply