নবীগঞ্জ সদর উপজেলার ১নং ইউনিয়নের হলিমপুর গ্রামে অবস্থিত বিবিয়ানা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনায় খোয়া গেছে বিভিন্ন মালামাল ও মূল্যবান কাগজপত্র।
স্কুল কর্তৃপক্ষ জানায়, গতকাল (শনিবার) রাতে চোরেরা স্কুলের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে গ্যাস সিলিন্ডার ও চুলা, খাবার ডিস, কাপ পিরিজ, সৌরবিদ্যুতের ব্যাটারিসহ বিভিন্ন মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।
এ ছাড়া চোরেরা স্কুলের ল্যাবসহ অফিসের সব কটি কক্ষে ঢুকে সকল আসবাবপত্র তছনছ করে রেখে যায়।
স্কুলটির প্রধান শিক্ষক কানুমনি সরকার বলেন,স্কুলের পিয়ন বলরাম বিশ্বাস (মানিক)‘রোববার সকাল ৮টায় স্কুলে এসে দেখে স্কুলের সব কটি রুমের দরজা ভাঙা। এরপর খবর দেন,এসে দেখি চোরেরা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। চুরির ঘটনায় নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করবেন বলে তিনি জানান।
Leave a Reply