1. admin@hvoice24.com : admin :
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৬ পূর্বাহ্ন

বিশেষ সম্মাননা পেলেন ডিএমপির তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তা

ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

ছাদ বাগানে বিশেষ অবদান রাখা ও আয়রনম্যান হিসেবে বিশ্বে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় ডিএমপির তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্মাননা পাওয়া তিনজন কর্মকর্তা হলেন- ডিএমপির প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিরিটির যুগ্ম পুলিশ কমিশনার হামিদা পারভীন পিপিএম-সেবা, উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার হুমায়রা পারভীন ও গোয়েন্দা-রমনা বিভাগের জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস, পিপিএম-সেবা।

শনিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁদেরকে বিশেষ সম্মাননা প্রদান করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, বিপিএম-বার, পিপিএম।

যুগ্ম পুলিশ কমিশনার হামিদা পারভীন (২০১৯-২০২২ পর্যন্ত) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনে দায়িত্বকালীন সময়ে কার্যালয়ের ছাদে বিভিন্ন ধরনের ফলজ, বনজ, শাক-সবজি ও ফুলগাছ রোপণ করেন। এজন্য তিনি ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১-এর ঙ’ শ্রেণিতে বাড়ির ছাদে বাগান সৃজন (ব্যক্তি/প্রতিষ্ঠান) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন। তাঁর পরবর্তী উপ-পুলিশ কমিশনার হুমায়রা পারভীন সেসব দৃষ্টিনন্দন বাগান পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করেন। এজন্য দুই পুলিশ কর্মকর্তাকে ডিএমপির পক্ষ থেকে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া ২৮ মে ব্রাজিলে অনুষ্ঠিত আয়রনম্যান চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করায় ও চলতি বছর সেপ্টেম্বর মাসে ফ্রান্সে অনুষ্ঠিতব্য আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার কৃতিত্ব অর্জন করায় ডিএমপির গোয়েন্দা-রমনা বিভাগের জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য, তিনি গতবছর মালেশিয়ায় অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রথম কর্মকর্তা হিসেবে আয়রনম্যান মেডেল অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা