বীর মুক্তিযোদ্ধাগণের সাথে আরএমপি’র নতুন পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ই আগষ্ট পূর্বাহ্ণে আরএমপি সদর দপ্তরে আরএমপি’র নতুন পুলিশ কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদারের সাথে বীর মুক্তিযোদ্ধাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিত হন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার সংগ্রামের প্রত্যক্ষ ঘটনাবলী স্মৃতিচারণ করেন। পুলিশ কমিশনারের যোগদানের পর বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করায় মুক্তিযোদ্ধাগণ পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে ধন্যবাদ জানান। বীর মুক্তিযোদ্ধাগণ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পুলিশ কমিশনারের পাশে থাকার কথাও ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহীস্থ বীর মুক্তিযোদ্ধাগণ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
Leave a Reply