1. admin@hvoice24.com : admin :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৯:১৩ পূর্বাহ্ন

ভারতঃনিজের অবস্থান পরিষ্কার করলেন পররাষ্ট্রমন্ত্রী!

প্রেস
  • প্রকাশিত : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৮৪ বার পঠিত

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারকে আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ভারতের সহযোগিতা চাওয়ার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মোমেন বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ ও ভারত উভয় দেশই স্থিতিশীল থাকে। সাম্প্রদায়িক সম্প্রীত বজায় থাকে ও উন্নয়ন হয়। এজন্যই আমরা চাই শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসুক। এটা আমাদের প্রতিবেশী আসামের মুখ্যমন্ত্রীও আমাকে বলেছেন। এগুলো উল্লেখ করেই আমি বলেছি, শেখ হাসিনা যাতে আবারও ক্ষমতায় আসেন, সেজন্য ভারতের উচিত সহযোগিতা করা।’

পররামন্ত্রী শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পরে তাঁরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া, সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক রাশিদা হক কনিকা, যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ ওসমানী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন শাহিন, সুপ্রিম কোর্ট বার শাখার উপদেষ্টা অ্যাডভোকেট মনিরুজ্জামান, সুপ্রিম কোর্ট বার শাখার আহ্বায়ক অ্যাডভোকেট গৌরাঙ্গ চন্দ্রকর, সৌদি আরব শাখার সভাপতি মো. আব্দুস সালাম, সিলেট জেলা শাখার সভাপতি শামসুল আলম, গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রমতোষ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ গোপালগঞ্জ ও টুংগীপাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা