1. admin@hvoice24.com : admin :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৭:৫৯ অপরাহ্ন

মাধবপুরে অটোরিকশা চালকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১০৬ বার পঠিত

মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

আজ শুক্রবার ভোর রাতে উপজেলার আন্দিউড়া চকবাজার রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম মো. সাচ্চু মিয়া (৩৫)।

তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের আব্দুল ছালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, সাচ্চু মিয়া অটোরিকশা নিয়ে মাধবপুরে গ্যাস পাম্পে যাওয়ার জন্য রওনা হয়। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া চকবাজার এলাকায় এলে বিপরীত-দিক (সিলেট মুখী) অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সাচ্চু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা