মাধবপুরে গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় উম্মরা খাতুন (৪৬) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উপজেলার ৮ নং বুল্লা ইউনিয়নের দক্ষিণ বরগ গ্রামের মোঃ শাহজাহান খাঁ এর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৭জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে উপজেলার ৯ নং নোয়াপাড়া ইউনিয়নের উত্তর নোয়াপাড়ায় ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ পার্শ্ব এলাকায় রাস্তার পাশে একটি আম গাছে উম্মেরা খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে মাধবপুর থানার এস আই মোঃ হুমায়ুন কবির ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারীর আঙ্গুলের চাপ নিয়ে পরিচয় শনাক্ত করেন।
তিনি আরোও জানান, লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তাৎক্ষণিক জানা যায় নি।
লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে ও জানান তিনি।
Leave a Reply