কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আমার সোনার বাংলাদেশ।মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত ধান কাটা কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার ৫মে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধবপুর উপজেলা শাখা।
জানা যায়, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধবপুর উপজেলা শাখার সভাপতি নায়েব উল্ল্যাহ, সাধারণ সম্পাদক আসাদূজ্জামান রেজা, কার্যকরী কমিটির সদস্য ডা. আলমগীর আলম, কামরুজ্জামান সজল, ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ দুলাল মিয়ার নেতৃত্বে বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামের অসহায় মোঃ বাচ্চু মিয়া এবং হারুনপুর গ্রামের মৃত: মোঃ সাইফুল মিয়ার মোট ৩৫ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন তারা।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাধবপুর উপজেলা শাখার কর্মীদের ৩৫ শতাংশ জমির ধান কেটে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে সময় লেগেছে প্রায়, ১ ঘন্টা ৩০ মিনিট।
Leave a Reply