যুদ্ধ নয়, শান্তি চাই স্লোগানে দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুন্দরপুর আহলে সুন্নাত ওয়াল জামাত ও এলাকার মুসলিম জনতা।
শুক্রবার (২০অক্টোবর) বাদ জুম্মা মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং এলাকার মুসলিম জনতার আয়োজনে সুন্দরপুর জামে মসজিদ থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা- সিলেট মহাসড়কের গ্যাসফিল্ড বিশ্বরোড বাজার মোড় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্টিত হয়।
এ সময় বক্তরা ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সুন্দরপুর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ রোকন উদ্দিন, মোঃ নাজিম উদ্দিন, মোঃ হান্নান মিয়া, মোঃ আব্দুল আহাদ, মোঃ হাবীবুর রহমান, মোঃ আলমগীর, মোঃ কবির, মোঃ আহাম্মদ আলী, মোঃ সাদ্দাম, মোঃ শহিদ মিয়া, মোঃ নজরুল মিয়া সহ অসংখ্য মুসলিম জনতা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, দখলদার ইসরায়েল আমাদের প্রথম কেবলা দখল করার পাঁয়তারা করছে। আমরা মুসলিম হয়েও তাদের সাহায্য করতে পারছি না। এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে আমরা ফিলিস্তিনিদের সহানুভূতি জানাচ্ছি।
Leave a Reply