1. admin@hvoice24.com : admin :
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ পূর্বাহ্ন

মাধবপুরে রাতের আঁধারে দোকান চুরি,দেড় লাখ টাকার মালামাল লুট

সোহাগ মিয়া
  • প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৮৯ বার পঠিত

মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর গ্যাসফিল্ড বাজারে দোকানের মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৫ জুলাই) রাতেএ চুরির ঘটনা ঘটে।

মানিকপুর গ্যাসফিল্ড বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্কাস মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান তিহান স্টোরে শাটারের তালা কেটে দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে গেছে বলে দাবি করছেন দোকান মালিক।

এদিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তাঁরা।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায়, বুধবার রাত ০৩টা ১৪ মিনিটের দিকে ৪জন চুর একটি প্রাইভেট কার যোগে আসে। এবং একজন চুর উন্নতমানের কাটার দিয়ে তিহান স্টোরের তালা কেটে দোকানের ভেতরে প্রবেশ করে। বাকি ৩জন চুর বাইরে পাহারা দিতে দেখা ও গেছে। চুরেরা দুটি বড় বস্তায় করে মালামাল নিতে দেখা যায় সিসিতে।

এ ব্যাপারে তিহান স্টোরের সত্বাধিকারী মোঃ আক্কাস মিয়া জানান, তাঁর দোকানের তালা কেটে চুর প্রবেশ করে এমনকি সকল প্রকার সিগারেট, আকিজ বিড়ি ভর্তি কার্টুন, দুধের পেকেট, সকল ধরনের প্রসাধনী সামগ্রী, আইসক্রীম, সিসিটিভি ক্যামেরার ডিবিআর, ওয়াইফাই রাউটার সহ ইত্যাদি প্রায় দেড় লক্ষ্যাধিক টাকার মালামাল লুট হয়েছে।

এ ব্যাপারে মাধবপুর থানার এসআই আব্দুল মোতালেব জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের চেষ্টা চলছে, খুব তাড়াতাড়ি চোর ধরা পড়বে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা